Our News

24

September 2020 Thu

'শুরু হচ্ছে আইডিয়াথন'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে iDEA প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করছে আইডিয়াথন (ideaTHON) কনটেস্ট। “Let’s Start You Up” স্লোগান নিয়ে আয়োজিত হতে যাওয়া এই কনটেস্টে বিজয়ী ৫ স্টার্টআপ পাবেন দক্ষিণ কোরিয়াতে ৬ মাসের প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ও ট্রেডমার্ক পাবার সহযোগিতা। এছাড়া সেরা ২৫টি স্টার্টআপ পাবে বিশেষ মেনটরিং এবং সম্মাননাপত্র।খুব শীঘ্রই শুরু হবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম। বাংলাদেশের তথ্য-প্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপগণ অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে তাদেরকে অংশ নিতে হবে আইডিয়াথন (ideaTHON) কনটেস্টটির সেরা স্টার্টআপ বাছাইপর্বে। ইতোমধ্যে কনটেস্টির প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

অনলাইনের মাধ্যমে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে আইডিয়াথন (ideaTHON) কনটেস্টটির উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিয়া প্রকল্প পরিচালক মুজিবুল হক।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) পার্থপ্রতিম দেব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন। এছাড়াও প্রায় ৩০টির বেশি সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ উক্ত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থাকবেন। এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে রয়েছে কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা)। এছাড়া, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস ও গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার এই আয়োজনের সহোযোগিতায় থাকছে।

শনিবার বিকাল ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইডিয়াথন (ideaTHON) কনটেস্টটির আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত একটি অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি ফেইসবুক লাইভের মাধ্যমে সম্প্রচার করা হবে আইসিটি বিভাগের idea প্রকল্পের অফিসিয়াল ফেইসবুক পেইজ “স্টার্টআপ বাংলাদেশ” ( https://www.facebook.com/LetsStartupBD/ ) এর মাধ্যমে।